মাংসের ঝোল আলু দিয়ে কিভাবে তৈরি করবেন / How to make Meat broth with potetoes

Mangsher Jhol 23

আলু দিয়ে মাংসের ঝোল হল একটি আনন্দদায়ক বাঙালী মাটন কারি যা রেসিপিতে আলু অন্তর্ভুক্ত করে। এটি মাংসের টুকরোর সাথে মশলা ও আলু দিয়ে স্বাদযুক্ত, হালকা, মশলাযুক্ত ঝোল। আলুর সংযোজন শুধুমাত্র একটি অনন্য টেক্সচার যোগ করে না বরং আলুর মৃদুতার সাথে মাটনের সমৃদ্ধ স্বাদের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। 

বাঙালীদের ঘরে ছুটির দিনে বা রবিবারের খাবারে মাংসের ঝোল থাকবেই। বেশিরভাগ ঝোলই তৈরি করা হয় আলু দিয়ে। এটি একটি আরামদায়ক ও ঐতিহ্যবাহী বাঙালী খাবার। এটি সাধারণত সাদাভাতের সাথে পরিবেশন করা হয় এবং এটির আরামদায়ক ও ঘরোয়া স্বাদের জন্য অনেকের কাছে প্রিয়। চলুন আজ দেখে নেওয়া যাক কম উপকরণ দিয়ে কম সময়ে আলু দিয়ে মাংসের ঝোল তৈরির পদ্ধতি।

মাংসের ঝোলের উপকরণ:

মাংসের ঝোল রান্না করার জন্য লাগবে খাসির মাংস। মাংসের জন্য ভেড়ার বাচ্চা ও নেওয়া যেতে পারে। মাংস কেনার সময় তাজা দেখে কিনতে হবে। মাংস তাজা না হলে রান্নার স্বাদ ফুটে উঠবে না।

আলু লাগবে বড় আকারের যা খোসা ছাড়িয়ে দুভাগ করে ব্যবহার করতে। আলু ভাজা করে মাংসের ঝোলে বা কাঁচা আলু মাংসের সাথে কষিয়ে দেওয়া যেতে পারে। 

পিঁয়াজের স্লাইস, রসুন কিছু আস্ত ও আদা, রসুন বাটা লাগবে। কাঁচা লঙ্কা কুচি ও আস্ত কাঁচা লঙ্কাও লাগবে। আর লাগবে হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো, জিরে গুড়ো, ধনে গুড়ো ও গরম মশলা গুড়ো।

সর্ষের তেল ও স্বাদমত নুন লাগবে যা ছাড়া মাংসের ঝোল অসম্পূর্ণ। তবে সাদাতেল, ঘি ব্যবহার করা যেতে পারে। তেজপাতা ও গরম জলও লাগবে। তেজপাতার নিজস্ব একটি গন্ধ আছে যা মাংসের ঝোলকে আরো সুগন্ধিত করে তোলে।

মাংসের ঝোল বানানোর সহজ পদ্ধতি:

খাসির মাংস কেটে ধুয়ে নিতে হবে

প্রথমে একটি কাটিং বোর্ডের উপর খাসির মাংস নিয়ে ধারালো ছুরি দিয়ে টুকরো করে নিতে হবে। তারপর একটি পাত্রের মধ্যে পরিষ্কার জল নিয়ে মাংসের টুকরো গুলো জলের মধ্যে ঢেলে দিতে  হবে। মাংসের মধ্যে ছোট ছোট হাড়ের টুকরো, জমাট বাঁধা রক্ত, অতিরিক্ত চর্বি সরিয়ে ধুয়ে পরিস্কার করে নিতে হবে। মাংস ধুয়ার পর একটি ঝাঝরির মধ্যে নিয়ে জল ঝরিয়ে নিতে হবে।

Mangsher Jhol 01
খাসির মাংস কেটে ধুয়ে পরিস্কার করে রাখা হয়েছে

মাংস ম্যারিনেট করে নিতে হবে

ধুয়ে রাখা মাংসের মধ্যে একে একে আদা ও রসুন বাটা, হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো, জিরে গুড়ো, ধনে গুড়ো, লেবুর রস ও কাঁচা সর্ষের তেল দিয়ে ভালোকরে মেখে ১/২ ঘন্টা থেকে ১ ঘন্টা দিতে হবে। মাংসতে টক দই ও মেশাতে পারেন।

Mangsher Jhol 02
ধুয়ে রাখা মাংসের মধ্যে গুড়ো মশলা, আদা, রসুন বাটা, নুন ও সর্ষের তেল দিয়ে দেওয়া হয়েছে
Mangsher Jhol 03
মাংসের সাথে সব মশলা ভালোকরে মাখিয়ে নেওয়া হয়েছে

আলু, পিঁয়াজ ইত্যাদি কেটে ধুয়ে নিতে হবে

আলু, পিঁয়াজ, রসুন এই গুলোর খোসা ছাড়ানোর পর ধুয়ে নিতে হবে। তারপর আলু একটু বড় আকারে কেটে ও পিঁয়াজের স্লাইস একটু বড় আকারে কাটতে হবে। আর রসুন আস্ত রাখতে হবে। আদা ও রসুন দেড় চামচ পরিমানে বেটে রাখতে হবে।

Mangsher Jhol 04
আলু, পিঁয়াজ কেটে ধুয়ে রাখা হয়েছে

আলু নুন ও হলুদ গুড়ো দিয়ে ভেজে নিতে হবে

গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিতে হবে। কড়াই গরম হওয়ার পর সর্ষের তেল দিয়ে দিতে হবে। তেল গরম হয়ে গেলে কেটে রাখা আলু নুন ও হলুদ দিয়ে ভেজে নিতে হবে। আলু আলাদা করে করে না ভেজে পিঁয়াজের সাথে ভাজা করলে ও হবে।

Mangsher Jhol 05
তেল গরম হওয়ার পর আলু, হলুদ ও নুন দিয়ে দেওয়া হয়েছে
Mangsher Jhol 06
আলু ভেজে একটি পাত্রের মধ্যে তুলে নেওয়া হয়েছে

ফোঁড়ন দিয়ে রসুন ভেজে নিতে হবে

আলু ভাজা হওয়ার পর ঐ তেলের মধ্যে আরো একটু তেল দিয়ে দিতে হবে। তেল গরম হয়ে গেলে তেজপাতা দিয়ে আস্ত রসুন দিয়ে অল্প নেড়ে নিতে হবে। ফোঁড়নে এলাচ, লবঙ্গ, দাড়চিনি ব্যবহার করা যেতেই পারে।

Mangsher Jhol 07
ফোঁড়নে তেজপাতা ও আস্ত রসুন দিয়ে দেওয়া হয়েছে

পিঁয়াজ কুচি, আদা ও রসুন বাটা দিয়ে ভেজে নিতে হবে

রসুন একটু নেড়ে পিঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভেজে নিতে হবে। পিঁয়াজ ভাজা হওয়ার পর পরিমানমত আদা ও রসুন বাটা দিয়ে ১ থেকে ২ মিনিট ভেজে নিতে হবে। পিঁয়াজ কম আঁচে ভাজতে হবে।

টিপস

পিঁয়াজ ভাজার সময় খেয়াল রাখতে যাতে পিঁয়াজ পূড়ে না যায়। পিঁয়াজ পূড়ে গেলে তরকারির স্বাদ একদম নষ্ট হয়ে যাবে।

Mangsher Jhol 08
রসুন হালকা ভাজার পর পিঁয়াজের স্লাইস দিয়ে দেওয়া হচ্ছে
Mangsher Jhol 09
পিঁয়াজ দেওয়ার পর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভেজে নেওয়া হচ্ছে
Mangsher Jhol 10
পিঁয়াজ ভাজার পর আদা, রসুন বাটা দিয়ে দেওয়া হচ্ছে
Mangsher Jhol 11
আদা, রসুন বাটা দিয়ে ভেজে নেওয়া হচ্ছে

ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে দিতে হবে

আদা, রসুন ভাজা হওয়ার পর মেরিনেড করে রাখা মাংস দিয়ে দিতে হবে। মাংস দেওয়ার পর ভালো করে নেড়ে পিঁয়াজ, আদা, রসুনের সাথে মিশিয়ে ২ থেকে ৩ মিনিট কষিয়ে নিতে হবে।

টিপস

মাংস কষানোর সময় চুলার আঁচ মধ্যম থেকে কম রাখতে হবে।

Mangsher Jhol 12
আদা, রসুন বাটা দিয়ে ভেজে নেওয়ার পর মেরিনেড করা মাংস দিয়ে দেওয়া হয়েছে
Mangsher Jhol 13
মাংস দেওয়ার পর কষিয়ে নেওয়া হচ্ছে

পরিমানমত গুড়ো মশলা দিয়ে দিতে হবে

মাংস কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর পরিমানমত হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো ও জিরে গুড়ো দিয়ে নেড়ে কষিয়ে নিতে হবে। তারপর অল্প গরম জল দিয়ে ৫ থেকে ৭ মিনিট কষিয়ে নিতে হবে।

টিপস

মাংস কষানোর সময় একটু পর পর খুন্তি দিয়ে নাড়াতে থাকতে হবে।

Mangsher Jhol 14
পরিমানমত গুড়ো মশলা দিয়ে দেওয়া হচ্ছে
Mangsher Jhol 15
গুড়ো মশলা দেওয়ার পর অল্প গরম জল দিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে

কষানো মাংস প্রেসার কুকারে ঢেলে দিতে হবে

মাংস ভালোকরে কষানো হয়ে যাওয়ার পর একটি প্রেসার কুকার গ্যাসের উপর বসিয়ে দিতে হবে। তারপর কষিয়ে রাখা মাংস প্রেসার কুকারের মধ্যে ঢেলে পরিমানমত গরম জল ও স্বাদমত নুন দিয়ে নেড়ে কুকারের ঢাকা বন্ধ করে ১টি বা ২ টি সিটি দিতে হবে। আর চুলার আঁচ মধ্যম থেকে কমের দিকে রাখতে হবে।

Mangsher Jhol 16
কষানো মাংস প্রেসার কুকারে ঢেলে দেওয়া হয়েছে
Mangsher Jhol 17
পরিমানমত গরম জল ও স্বাদমত নুন দিয়ে দেওয়া হচ্ছে
Mangsher Jhol 18
গরম জল ও নুন দেওয়ার পর কুকারের ঢাকা বন্ধ করে দেওয়া হয়েছে

ভেজে রাখা আলু দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে

কুকারের সিটি দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ভাপ চলে যাওয়ার জন্য। তারপর কুকারের ঢাকা খুলে ভেজে রাখা আলু দিয়ে আরো ৫ মিনিট ফুটিয়ে নিতে হবে।

টিপস

আলু যদি নরম ধরনের হয় তবে মাংস মোটামুটি সিদ্ধ হওয়ার পর ভাজা আলু দিয়ে দিতে হবে। আর আলু যদি শক্ত ধরনের হয় তখন মাংস প্রেসার কুকারে দেওয়ার সময় ভাজা আলু দিতে হবে।

Mangsher Jhol 19
কুকারের ঢাকনা খুলে ভেজে রাখা আলু দিয়ে দেওয়া হচ্ছে
Mangsher Jhol 20
আলু দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নেওয়া হচ্ছে

গরম মশলা গুড়ো দিয়ে দিতে হবে

মাংসের ঝোল ফুটানোর পর আলু সিদ্ধ হয়েছে কি না দেখে নিতে হবে। তারপর চেরা কাঁচা লঙ্কা ও গরম মশলা গুড়ো দিয়ে ভালোকরে মিশিয়ে আরো ১থ  থেকে ২ মিনিট ফুটিয়ে নামিয়ে নিতে হবে।

টিপস

গরম মশলা গুড়ো যেকোন তরকারি নামানোর আগে ব্যবহার করলে এর গন্ধ বজায় থাকে

Mangsher Jhol 21
আলু দিয়ে ফুটানোর পর চেরা কাঁচা লঙ্কা ও গরম মশলা গুড়ো দিয়ে দেওয়া হচ্ছে
Mangsher Jhol 22
গরম মশলা গুড়ো দেওয়ার পর মাংসের ঝোল ফুটিয়ে নেওয়া হচ্ছে

পরিবেশন করার পদ্ধতি

আলু দিয়ে মাংসের ঝোল তৈরি করার পর একটি থালার মধ্যে গরম সাদাভাতের সাথে আলু, কয়েক টুকরো মাংস আর ঝোল দিয়ে পরিবেশন করুন। তবে এই মাংসের ঝোল নান দিয়ে খেয়ে দেখা যেতে পারে।

উপসংহার

আলু দিয়ে মাংসের ঝোল একটি সুস্বাদু ও আরামদায়ক বাঙালী খাবার যা আলু এবং খাসির মাংস দিয়ে বানানো হয়। মাংস, আলু এবং ঘরে থাকা মশলার সংমিশ্রনে তৈরি হয় একটি সন্তোষজনক ও সুস্বাদু একটি খাবার। এটি বাঙালি রন্ধনশালাতে একটি জনপ্রিয় পছন্দ এবং এর সমৃদ্ধ স্বাদের জন্য অনেকেই উপভোগ করেন।

Yield: 4 - 5

Mangsher Jhol

Mangsher Jhol 24

মাংসের ঝোল আলু দিয়ে আরামদায়ক ও ঐতিহ্যবাহী বাঙালী খাবার। এটি সাধারণত সাদাভাতের সাথে পরিবেশন করা হয় এবং এটির আরামদায়ক ও ঘরোয়া স্বাদের জন্য অনেকের কাছে প্রিয়। বাঙালীদের ঘরে ছুটির দিনে বা রবিবারের খাবারে মাংসের ঝোল থাকবেই। বেশিরভাগ ঝোলই তৈরি করা হয় আলু দিয়ে।

Prep Time: 20 minutes
Cook Time: 30 minutes
Total Time: 50 minutes

Ingredients

  • মাংস - ৫০০ গ্রাম
  • আলু - ৩ টি
  • পিঁয়াজ - ১ ১/২ টি
  • রসুন - ৫ কোয়া
  • আদা ও রসুন বাটা - ১ ১/২ চামচ
  • কাঁচা লঙ্কা - ৪ - ৫ টি
  • হলুদ গুড়ো - ১ চামচ
  • লঙ্কা গুড়ো - ১ ১/২ চামচ
  • জিরে গুড়ো - ১ চামচ
  • ধনে গুড়ো - ১/২ চামচ
  • গরম মশলা গুড়ো - ১ চামচ
  • সর্ষের তেল - পরিমানমত
  • নুন - স্বাদমত
  • তেজপাতা - ২ টো
  • গরম জল - পরিমানমত

Instructions

  1. প্রথমে একটি পাত্রের মধ্যে পরিষ্কার জল নিয়ে নিতে হবে। মাংসের টুকরো গুলো জল সহ পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে। মাংসের মধ্যে ছোট ছোট হাড়ের টুকরো, জমাট বাঁধা রক্ত, অতিরিক্ত চর্বি সরিয়ে ধুয়ে পরিস্কার করে জল ঝরিয়ে নিতে হবে।
  2. তারপর একে একে আদা ও রসুন বাটা, হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো, জিরে গুড়ো, ধনে গুড়ো, লেবুর রস ও কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে ১/২ ঘন্টা থেকে ১ ঘন্টার মত রেখে দিতে হবে।
  3. এরপর আলু, পিঁয়াজ, রসুন এই গুলোর খোসা ছাড়ানোর পর ধুয়ে নিতে হবে। তারপর আলু একটু বড় আকারে কেটে ও পিঁয়াজের স্লাইস একটু বড় আকারে কাটতে হবে। আর লাগবে আদা, রসুন বাটা।
  4. এবারে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিতে হবে। কড়াই গরম হওয়ার পর সর্ষের তেল দিয়ে দিতে হবে। তেল গরম হয়ে গেলে কেটে রাখা আলু নুন ও হলুদ দিয়ে ভেজে নিতে হবে। 
  5. আলু ভাজা হওয়ার পর ঐ তেলের মধ্যে আরো একটু তেল দিয়ে দিতে হবে। তেল গরম হয়ে গেলে তেজপাতা দিয়ে আস্ত রসুন দিয়ে অল্প নেড়ে নিতে হবে।
  6. রসুন একটু নেড়ে পিঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভেজে নিতে হবে। পিঁয়াজ ভাজা হওয়ার পর পরিমানমত আদা ও রসুন বাটা দিয়ে ১ থেকে ২ মিনিট ভেজে নিতে হবে।
  7. আদা, রসুন ভাজা হওয়ার পর মেরিনেড করে রাখা মাংস দিয়ে দিতে হবে। মাংস দেওয়ার পর ভালো করে নেড়ে পিঁয়াজ, আদা, রসুনের সাথে মিশিয়ে ২ থেকে ৩ মিনিট কষিয়ে নিতে হবে।
  8. মাংস কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর পরিমানমত হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো ও জিরে গুড়ো দিয়ে নেড়ে কষিয়ে নিতে হবে। তারপর অল্প গরম জল দিয়ে ৫ - ৭ মিনিট কষিয়ে নিতে হবে।
  9. মাংস ভালোকরে কষানো হয়ে যাওয়ার পর একটি প্রেসার কুকার গ্যাসের উপর বসিয়ে দিতে হবে। তারপর কষিয়ে রাখা মাংস প্রেসার কুকারের মধ্যে ঢেলে পরিমানমত গরম জল ও স্বাদমত নুন দিয়ে নেড়ে কুকারের ঢাকা বন্ধ করে ১টি বা ২ টি সিটি দিতে হবে।
  10. কুকারের সিটি দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ভাপ চলে যাওয়ার জন্য। তারপর কুকারের ঢাকা খুলে ভেজে রাখা আলু দিয়ে আরো ৫ মিনিট ফুটিয়ে নিতে হবে।
  11. মাংসের ঝোল ফুটানোর পর আলু সিদ্ধ হয়েছে কি না দেখে নিতে হবে। তারপর চেরা কাঁচা লঙ্কা ও গরম মশলা গুড়ো দিয়ে ভালোকরে মিশিয়ে আরো ১ থেকে ২ মিনিট ফুটিয়ে নামিয়ে নিতে হবে। 

Nutrition Information:

Serving Size: 100 - 150
Amount Per Serving: Calories: 200 - 300